অনেক বিতর্কের পরে বেতন কমিশনের সুপারিশ মেনেই এবার রাজ্যের স্কুল শিক্ষকদের নতুন করে বর্ধিত বেতন চালুকরার পথে অনেকটা এগিয়েছে রাজ্য সরকার। এখন পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে নয়া রোপা মেনেই সমস্ত কিছু করতে চাইছে রাজ্য শিক্ষা দফতর।
অর্থাৎ, রোপার সিদ্ধান্ত মেনেই রাজ্যের স্কুল শিক্ষকদের বেতন বাড়ান হবে। নির্দেশ দেওয়া হয়েছে, এই মাসের বেতনের স্লিপ জমা দিতে হবে। আর ওই স্লিপ জমা পড়বার পরেই তবেই ওই বর্ধিত বেতনক্রম অনুসারে শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে।
যদিও যেসব শিক্ষকরা আগে দফতরের ঘোষণা অনুসারে সরকারি পোর্টালে তথ্য সংযোগ করেছেন তাঁদের বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে। অভিযোগ আছে এখনও অনেক শিক্ষক সরকারি ওই পোর্টালে বেতনের জন্য নথি সংযোগ করতে পারেন নি। অনেক সময় দুর্বল ইন্টারনেট ও সার্ভার ডাউন থাকার কারণে বেতন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নথিগুলি পোর্টালে আপলোড করতে পারেন নি শিক্ষকরা। আর বর্তমানে গোটাটাই অনলাইনে হবার ফলে বেতন বৃদ্ধি নিয়ে একটা ধোঁয়াশা ছিল শিক্ষকদের মধ্যে। তবে দফতরের নতুন এই ঘোষণার ফলে স্বস্তিতে শিক্ষকরা।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন