ভাটপাড়া পৌরসভায় আস্থা ভোটের দাবিতে তৃণমূলের তরফে হাইকোর্টে যে নোটিস দিয়েছিলেন, তা এদিন খারিজ করল উচ্চ আদালত। এদিন সকালে ভাটপাড়া পৌরসভায় আস্থা ভোটে ১৯-০ ফলে জয় পায় রাজ্যের শাসক দল।
কিন্তু দিনের শেষে আস্থা ভোটের আবেদন খারিজ করে দেয় আদালত। এর ফলে আজ পৌরসভায় যে আস্থা ভোট হয়েছিল সেটাও আইনত খারিজ হয়ে গেল।
বৃহস্পতিবার সকালে রাজ্য বিজেপি-র তরফে আইনজীবী সপ্তাংশু বসু ভাটপাড়া পৌরসভায় অনুষ্ঠিত আস্থা ভোট অসাংবিধানিক বলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। বেলা ৪ টেয় শুনানি শুরু হয়।
দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, "৩০ ডিসেম্বর কয়েকজন কাউন্সিলর যে নোটিস দিয়েছেন সেটা খারিজ করা হল।
ফলে এই নোটিসের ভিত্তিতে যা কিছু করা হয়েছে তা পুরোটাই আইনের দৃষ্টিতে অবৈধ।" হাইকোর্টের তরফে নোটিস খারিজের ফলে আজ ভাটপাড়া পৌরসভায় যে আস্থা ভোট হয়েছে সেটার আর গুরুত্ব থাকল না। যদিও রাজ্যের তরফে বলা হয়েছে, আগামীকালই তারা ডিভিশন বেঞ্চে এই নোটিস খারিজের বিরুদ্ধে আবেদন জানাবে।
বৃহস্পতিবার সকালে রাজ্য বিজেপি-র তরফে আইনজীবী সপ্তাংশু বসু ভাটপাড়া পৌরসভায় অনুষ্ঠিত আস্থা ভোট অসাংবিধানিক বলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। বেলা ৪ টেয় শুনানি শুরু হয়।
দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, "৩০ ডিসেম্বর কয়েকজন কাউন্সিলর যে নোটিস দিয়েছেন সেটা খারিজ করা হল।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন