সম্প্রতি জম্মু-কাশ্মীর সংক্রান্ত সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিল হয়েছে। এর পর এক নয়া জমানার সূচনা হতে চলেছে উপত্যকায়।
অগাস্ট মাসের পর প্রকাশিত প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর হাইকোর্ট। আদালত ৩৩টি পদে নন গেজেটেড লোক নেবার জন্যে সারা দেশ থেকে আবেদন পত্র চাওয়া হয়েছে।
এই প্রথম জম্মু-কাশ্মীরের সরকারি চাকরির জন্যে রাজ্যের বাইরে থেকেও প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধুমাত্র কাশ্মীর বা লাদাখের স্থায়ী বাসিন্দাদের জন্যে আর সংরক্ষিত থাকল না এই সব পদের চাকরি।
খালি পদের মধ্যে রয়েছে স্টেনোগ্রাফার, টাইপিস্ট ও ড্রাইভার। একজন প্রার্থী একের বেশি পদে আবেদন করতে কোনও বাধা নেই। ৩৩টি পদের মধ্যে ১৭টি পদ ওপেন মেরিট বিভাগের জন্যে। অর্থাত্ এই ১৭টি পদে কাশ্মীরের বাইরের বাসিন্দারা আবেদন করতে পারেন। যে সব আবেদনকারী জম্মু-কাশ্মীর এবং লাদাখের বাসিন্দা নন, তাঁদের অনলাইনে আবেদন পত্র জমা দিতে হবে।
Loading...
খালি পদের মধ্যে রয়েছে স্টেনোগ্রাফার, টাইপিস্ট ও ড্রাইভার। একজন প্রার্থী একের বেশি পদে আবেদন করতে কোনও বাধা নেই। ৩৩টি পদের মধ্যে ১৭টি পদ ওপেন মেরিট বিভাগের জন্যে। অর্থাত্ এই ১৭টি পদে কাশ্মীরের বাইরের বাসিন্দারা আবেদন করতে পারেন। যে সব আবেদনকারী জম্মু-কাশ্মীর এবং লাদাখের বাসিন্দা নন, তাঁদের অনলাইনে আবেদন পত্র জমা দিতে হবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন