কিছু দিন আগে একটি খবর ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। সেখানে বলা হয়েছে কর্মসংস্থানে রাজ্যের সাফল্যের কথা। রাজ্যে কর্মসংস্থানের বাজার বাড়াতে ও বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন 'যুবশ্রী' প্রকল্প।
সেই প্রকল্পেই রাজ্যের কয়েক হাজার যুবক-যুবতি চাকরি পেয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে এই প্রকল্পের অধীনে বর্তমানে ৭০ হাজার যুবক-যুবতীকে এখন ভাতা প্রদান করা হচ্ছে বলেও জানা গিয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকারের সংখ্যা কমাবার লক্ষ্যে ২০১৩ সালে চালু করেন 'যুবশ্রী' প্রকল্প।সেই প্রকল্প অনুযায়ী বেকার যুবক-যুবতীদের নির্দিষ্ট পদ্ধতি মেনে অনলাইনে আবেদন জানাতে হয় রাজ্য সরকারের কাছে।
তারপর রাজ্য সরকার ওই আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা দেখে তাঁদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে।
যদিও এই তথ্য মানতে নারাজ এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের একটা বড় অংশ। তাদের কথায়, সরকারি চাকরি পাওয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করুক নবান্ন। তবেই সব সত্য বোঝা যাবে।
Loading...
যদিও এই তথ্য মানতে নারাজ এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের একটা বড় অংশ। তাদের কথায়, সরকারি চাকরি পাওয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করুক নবান্ন। তবেই সব সত্য বোঝা যাবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন