রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল ৩০ ও ৩১ জানুয়ারি ছুটি থাকবে সরস্বতী পুজোর জন্য। এবার সেই ছুটের তালিকায় আরও ১দিন বাড়তি যোগ হল। সেটা ২৯ জানুয়ারি। ওই দিন রাজ্য সরকারী কর্মচারীদের অতিরিক্ত ছুটি থাকবে বলে জানান হয়েছে।
এর পাশাপাশি ১ ও ২ ফেব্রুয়ারি যথাক্রমে শনি ও রবিবার। তাই সব মিলিয়ে বুধ থেকে রবি টানা ৫দিন ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এবার সরস্বতী পুজো পড়েছে ২দিন ধরে। বুধবার ২৯ জানুয়ারি বেলা ১১টার কিছু আগে পড়ছে পঞ্চমী তিথি।
বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে অবধি সেই তিথি থাকছে। তাই ২ দিন ধরেই এবার রাজ্য জুড়ে উদযাপিত হবে সরস্বতী পুজো। সেই কারণে রাজ্য সরকারও দুই দিন ছুটির কথা ঘোষণা করে দিয়েছিল আগেই।
তবে সেটা ২৯ ও ৩০ তারিখ ছিল না। বলা ছিল ৩০ ও ৩১ জানুয়ারি। তার জেরেই জল্পনা ছড়িয়েছিল সরকারি কর্মচারীদের মধ্যে যে ২৯ জানুয়ারি কি ছুটি মিলবে না। সরস্বতী পুজোর দিন কি করতে হবে অফিসে? সেই জল্পনাতেই কার্যত ইতি পড়ে গেল এদিন। নবান্নের তরফে ঘোষণা করে দেওয়া হয় ২৯ জানুয়ারি অতিরিক্ত ছুটি পাবেন এই রাজ্যর সরকারি কর্মচারীরা।
Loading...
তবে সেটা ২৯ ও ৩০ তারিখ ছিল না। বলা ছিল ৩০ ও ৩১ জানুয়ারি। তার জেরেই জল্পনা ছড়িয়েছিল সরকারি কর্মচারীদের মধ্যে যে ২৯ জানুয়ারি কি ছুটি মিলবে না। সরস্বতী পুজোর দিন কি করতে হবে অফিসে? সেই জল্পনাতেই কার্যত ইতি পড়ে গেল এদিন। নবান্নের তরফে ঘোষণা করে দেওয়া হয় ২৯ জানুয়ারি অতিরিক্ত ছুটি পাবেন এই রাজ্যর সরকারি কর্মচারীরা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন