পেরিয়ে গিয়েছে প্রায় এক বছরের বেশি সময়। তাঁকে ভুলে গিয়েছেন পরীক্ষার্থীদের অনেকেই। চাপা পড়ে গিয়েছে যাবতীয় সব বিতর্ক। তাই আজ আর পাঁচজনের মতোই নিঃশব্দে মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার কাজ চালিয়ে চাচ্ছেন তিনি।
তিনি ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। এই প্রসঙ্গে ইন্দিরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া জানিয়ে ছিলেন, কাজে যোগ দিয়েছেন অঙ্কিতা। ই মেলে অঙ্কিতার যোগদানের কাগজ পেয়েছেন বলেও জানিয়ে ছিলেন তিনি।
গতবছর তপসিয়ায় তৃণমূল ভবনে দলের মহাসচিব, তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে শাসক দলে নাম লিখিয়ে ছিলেন কোচবিহারের ফরওয়ার্ড ব্লক নেতা তথা বাম জমানার খাদ্য মন্ত্রী পরেশ অধিকারী।
দলবদলের ২৪ ঘণ্টার মধ্যেই কোচবিহারে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের 'ওয়েট লিস্টে' নাম উঠে ছিল পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। ব্যাপারটা কি ভুলবশত? নাকি ভুল সংশোধন! কিংবা দুটোর কোনওটাই নয়, তার জবাব অবশ্য দেননি স্কুল সার্ভিস কমিশন।
গতবছর তপসিয়ায় তৃণমূল ভবনে দলের মহাসচিব, তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে শাসক দলে নাম লিখিয়ে ছিলেন কোচবিহারের ফরওয়ার্ড ব্লক নেতা তথা বাম জমানার খাদ্য মন্ত্রী পরেশ অধিকারী।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন