রাজ্য সরকারি কর্মীদের 'অপশন' দেওয়ার সময়সীমা আরও কিছুটা বৃদ্ধি করা হল। এই প্রসঙ্গে অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত অপশন দেওয়া যাবে। জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারি কর্মীরা বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে বর্ধিত হারে বেতন পাবেন।
জানুয়ারির শেষ সপ্তাহেই সরকারি কর্মীদের ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টে বেতনের টাকা ঢুকে যাবে। যদিও তার আগে বেতনের বিল চূড়ান্ত করতে হবে। তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, এখন পুরো প্রক্রিয়াটি এইচআরএমএস পোর্টালের মাধ্যমে অনলাইনে হয়। তাই ২০ জানুয়ারির মধ্যে অপশন দিলেও বেতনের বিল চূড়ান্ত করতে সমস্যা হবে না।
গত ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ এর ডিসেম্বর মাসের মধ্যে কোন সময় থেকে সরকারি কর্মী নতুন হারে বেতন চাইছেন, সেটা তাঁকে অপশন দিয়ে জানাতে হবে। ২০১৬ সালের জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ কার্যকর হচ্ছে, এটা সরকার ধরে নিলেও ওই সময় থেকে কোনও বকেয়া দেওয়া হচ্ছে না। কিন্তু কর্মী নিজের ইচ্ছা অনুযায়ী সময় বেছে নিলে কিছুটা বেশি হারে নতুন মূল বেতনের সুযোগ পেতে পারেন।
২০১৬ এর জানুয়ারির পর কর্মীর কোনও প্রোমোশন হলে বা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের সুবিধা পেলে, তিনি উচ্চতর বেতন হারে চলে গিয়েছেন। ফলে ওই সময়ের পর নতুন বেতন হারের অপশন দিলে তাঁর আর্থিক লাভ হবে। কারণ আগের বেতন হারের ভিত্তিতে জানুয়ারি থেকে নতুন বেতন হার নির্ধারণ হবে।
গত ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ এর ডিসেম্বর মাসের মধ্যে কোন সময় থেকে সরকারি কর্মী নতুন হারে বেতন চাইছেন, সেটা তাঁকে অপশন দিয়ে জানাতে হবে। ২০১৬ সালের জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ কার্যকর হচ্ছে, এটা সরকার ধরে নিলেও ওই সময় থেকে কোনও বকেয়া দেওয়া হচ্ছে না। কিন্তু কর্মী নিজের ইচ্ছা অনুযায়ী সময় বেছে নিলে কিছুটা বেশি হারে নতুন মূল বেতনের সুযোগ পেতে পারেন।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন