কেরালা-পঞ্জাব-রাজস্থানের পর এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ।
এদিন রাজ্য বিধানসভায় সর্বসম্মতভাবে পাস হয়ে গেল CAA বিরোধী প্রস্তাব। বাম ও কংগ্রেস দুই বিরোধীই প্রস্তাবের পক্ষে থাকায় ভোটাভুটির আর দরকার হয় নি।
বিধানসভায় প্রস্তাবটি পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রস্তাব পেশ করে তিনি বলেন, নয়া নাগরিকত্ব আইন পাশের পর দেশ বর্তমানে বিপন্ন। তাই, তার বিরোধিতা করে এই বিরোধী প্রস্তাব।
এদিন বাম ও কংগ্রেস দুই বিরোধী পক্ষই প্রস্তাবকে স্বাগত জানায়। যদিও কেন দেরিতে বোধোদয় তা নিয়ে সমালোচনা করতে ভোলেন নি দুই শিবির। আব্দুল মান্নানের প্রশ্ন, CAA বিরোধিতা করলেও, কেন আইন পাশের দিন সংসদে গরহাজির ছিলেন তৃণমূল কিছু সাংসদ? বক্তব্য রাখতে উঠে ফিরহাদ হাকিম বলেন, NRP-র বিরোধিতা করেও, বহু দল দিল্লিতে ডাকা বৈঠকে যোগ দিয়েছে।
Loading...
এদিন বাম ও কংগ্রেস দুই বিরোধী পক্ষই প্রস্তাবকে স্বাগত জানায়। যদিও কেন দেরিতে বোধোদয় তা নিয়ে সমালোচনা করতে ভোলেন নি দুই শিবির। আব্দুল মান্নানের প্রশ্ন, CAA বিরোধিতা করলেও, কেন আইন পাশের দিন সংসদে গরহাজির ছিলেন তৃণমূল কিছু সাংসদ? বক্তব্য রাখতে উঠে ফিরহাদ হাকিম বলেন, NRP-র বিরোধিতা করেও, বহু দল দিল্লিতে ডাকা বৈঠকে যোগ দিয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন