চলতি মাসের ১০ তারিখ রাতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু-দিনের সফরে কলকাতায় আসছেন তিনি।
এমন খবর পাওয়া গিয়েছে পিএমও সূত্রে। ওই দিন সন্ধ্যায় তিনি কলকাতায় আসবেন। রাতে থাকবেন রাজভবনে।
সূত্রের খবর, ১১ জানুয়ারি কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
গতবছর অক্টোবর থেকেই কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে কলকাতায় আনার চেষ্টা করছিলেন। কিন্তু, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে কিছুতেই সম্মতি পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে বন্দর কর্তৃপক্ষকে সবুজ সংকেত দেওয়া হয়। তাই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৫০তম বর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে পোর্ট ট্রাস্টে।
সূত্রের খবর, ১১ জানুয়ারি কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন