রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের ঘটনায় বেশ অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। শিক্ষক নিয়োগের পরীক্ষাতে বার বার অনিয়মের অভিযোগ তুলেছেন হবু শিক্ষকদের একটা বড় অংশ। এমনকি আপারের প্রকাশিত মেধাতালিকাতেও একাধিক অভিযোগ।
আর সেই কারণে আপারের নিয়োগ ভবিষ্যৎ এখন আদালতের হাতে। চলতি মাসের ৩ তারিখ অর্থাৎ আগামী কাল এই আপার মামলার গুরুত্বপূর্ণ শুনানি আছে। আর এই শুনানির পরে আপারের নিয়োগ কবে হবে তার একটা ইঙ্গিত পাওয়া যাবে। এমনটাই মনে করছেন আইনজীবীদের অনেকেই।
আপারের নিয়োগ নিয়ে চলতে থাকা জটিলতার অবসান হতে পারে আগামী কাল?
কমিশন থেকে পাওয়া খবর অনুসারে, সম্প্রতি কমিশন টেট ওয়েটেজ ও রেসিও নিয়ে আদালতে হলফনামা জমা দিয়েছে। আর ওই হলফনামা জমা দেবার পরেই সম্ভবত এই নিয়োগ নিয়ে চলতে থাকা বিতর্কের অবসান হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিকের কথায়, ওই হলফনামা জমা দেবার পরে নিয়োগ নিয়ে চলতে থাকা বিতর্কের অবসান হয়েছে। টেট ওয়েটেজ ও রেসিও নিয়ে হবু শিক্ষকদের অভিযোগ আছে। তাই ওই হলফনামা জমা দেবার কারণে আর অভিযোগ থাকার কথা নয়। আর এবার যদি আদালত নিয়োগের অনুমতি দেয় তাহলে অবাক হবার কিছু থাকবে না।
যদিও সবকিছু নির্ভর করছে আদালতের উপর। আদালত যদি অনুমতি দেয় তবেই নিয়োগ করতে পারতে পারবে কমিশন। আর সেই কারণে কয়েক হাজার হবু শিক্ষক তাকিয়ে আছেন আদালতের দিকে।
আপারের নিয়োগ নিয়ে চলতে থাকা জটিলতার অবসান হতে পারে আগামী কাল?
Loading...
নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিকের কথায়, ওই হলফনামা জমা দেবার পরে নিয়োগ নিয়ে চলতে থাকা বিতর্কের অবসান হয়েছে। টেট ওয়েটেজ ও রেসিও নিয়ে হবু শিক্ষকদের অভিযোগ আছে। তাই ওই হলফনামা জমা দেবার কারণে আর অভিযোগ থাকার কথা নয়। আর এবার যদি আদালত নিয়োগের অনুমতি দেয় তাহলে অবাক হবার কিছু থাকবে না।
যদিও সবকিছু নির্ভর করছে আদালতের উপর। আদালত যদি অনুমতি দেয় তবেই নিয়োগ করতে পারতে পারবে কমিশন। আর সেই কারণে কয়েক হাজার হবু শিক্ষক তাকিয়ে আছেন আদালতের দিকে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন