টাকার বিনিময়ে চাকরি পাবার অনেক অভিযোগ আছে। এবার টাকার বিনিময়ে পরীক্ষার প্রশ্নপত্রে সব উত্তর দিয়ে দেবেন,দাবি করছেন এক ব্যক্তি। আর সেই কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। সৌজন্যে অবশ্যই সোশাল মিডিয়া।
এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীদের অনেকেই। পড়ুয়াদের দাবি, ক্লার্কশিপ এগজামিনেশন ২০১৯-এর পার্ট ওয়ানের যে পরীক্ষা হচ্ছে তার উত্তরের কথা বলা হয়েছে ওই কথোপকথনে। আর বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে পাবলিক সার্ভিস কমিশন। ইতিমধ্যেই পাবলিক সার্ভিস কমিশনের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ পাবলিক সার্ভিস কমিশন পরিচালনায় ক্লার্কশিপ এগজামিনেশন ২০১৯-এর পার্ট ওয়ানের পরীক্ষা হয়। আর এই পরীক্ষাকে কেন্দ্র করেই সোশাল মিডিয়ায় প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত, হোয়াটসঅ্যাপে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশটকে কেন্দ্র করেই।
যেগুলি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই স্ক্রিনশটগুলিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি কথোপকথনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে ১০ হাজার টাকার বিনিময়ে উত্তর বলে দেবেন বলে কথা দিচ্ছেন। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস জানিয়েছেন, হোয়াটসঅ্যাপের চ্যাটে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে, তা যাচাই করে দেখাহবে। প্রার্থীদের ধারণা, ক্লার্কশিপ এগজামিনেশনের উত্তরই বলে দেবেন বলে দাবি করছেন ওই ব্যক্তি। আর তা নিয়েই সরব হয়েছেন পরীক্ষার্থীদের অনেকেই। তাঁদের প্রশ্ন, একজন বলছে ১০ হাজার টাকার বিনিময়ে উত্তরপত্র দিয়ে দেবে! তাহলে পরীক্ষা দিয়ে কী হবে? এখানের সরকার কী করছে, সরকারের চোখকে ফাঁকি দিয়ে কী হচ্ছে, এই নিয়েও প্রশ্ন তোলেন পরীক্ষার্থীদের একটা বড় অংশ।
আজ পাবলিক সার্ভিস কমিশন পরিচালনায় ক্লার্কশিপ এগজামিনেশন ২০১৯-এর পার্ট ওয়ানের পরীক্ষা হয়। আর এই পরীক্ষাকে কেন্দ্র করেই সোশাল মিডিয়ায় প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত, হোয়াটসঅ্যাপে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশটকে কেন্দ্র করেই।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন