এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করা হোক। রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করুক। এই সব দাবি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন এক সাংবাদিক। ওই আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।
সাংবাদিকের এই আবেদন খারিজের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চের তরফে জানানো হয়, "আমরা বলছি না যে এটা গুরুত্বপূর্ণ নয়। তবে হাইকোর্টে যান।"
নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ জানিয়েছে ছাত্র-যুব থেকে সাধারণ মানুষ।
এই আইনের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিছুদিন আগে কলকাতায় CAA বিরোধী একটি সভা থেকে বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইনের উপর রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের আয়োজন করা হোক।" এই কথার উপর ভিত্তি করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদ থেকে বরখাস্ত করার আবেদন করেছিলেন একজন সাংবাদিক।
নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ জানিয়েছে ছাত্র-যুব থেকে সাধারণ মানুষ।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন