রাজ্যে বেকারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। একের পর এক পরীক্ষা নানান কারণে আটকে আছে। সেই সব পরীক্ষা কবে আবার শুরু হবে তা নিয়ে প্রশ্ন আছে পরীক্ষার্থীদের। এমনকি কিছু পরীক্ষা আবার মামলার কারণেও আটকে আছে।
যেমন শিক্ষক নিয়োগের পরীক্ষা। বিশেষ করে আপারের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে আমলার কারণে। সেই মামলার জট কাটিয়ে কবে যে পরীক্ষার্থীরা নিয়োগপত্র হাতে পাবেন তা নিয়েও আছে প্রশ্ন। আপার বিতর্কের সমাধান কি করে করা যায় তা নিয়ে বেশ চাপে স্কুল সার্ভিস কমিশন।
এই নিয়ে একাধিক বৈঠক হয়। ওই বৈঠকে সর্বসম্মত সমাধান সূত্র বের করতে পারেনি কমিশন। যদিও কমিশনের কিছু আধিকারিক চাইছে, সিট সংখ্যা বাড়িয়ে আপারের সমস্যার সমাধান করতে। এমন খবর পাওয়া গিয়েছে কমিশন সূত্রে। তাদের মতে এ ছাড়া দ্বিতীয় আর কোনও রাস্তা নেই কমিশনের কাছে। কিন্তু প্রশ্ন, কত সিট বাড়াতে চাইছে কমিশন? সেখানে কারা সুযোগ পাবেন? প্রশ্ন থাকছে অনেক।
অপর দিকে কমিশনের আর একটা অংশ চাইছে, আদালত কি সিদ্ধান্ত নেয় সেটা দেখে তবেই আপারের নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর তা নাহলে এই জটিলতা আরও বাড়বে। তাই এবারের শুনানির দিন খুবি গুরুত্বপূর্ণ হতে চলেছে কমিশন ও পরীক্ষার্থীদের কাছে।
Loading...
অপর দিকে কমিশনের আর একটা অংশ চাইছে, আদালত কি সিদ্ধান্ত নেয় সেটা দেখে তবেই আপারের নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর তা নাহলে এই জটিলতা আরও বাড়বে। তাই এবারের শুনানির দিন খুবি গুরুত্বপূর্ণ হতে চলেছে কমিশন ও পরীক্ষার্থীদের কাছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন