এবার দেশের ১২৫ টা স্কুলের দায়িত্ব নিল ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ এই প্রসঙ্গে জানান, ভারতব্যাপী প্রত্যন্ত এবং পিছিয়ে পড়া এলাকার বিভিন্ন স্কুলকে তারা পঠন-পাঠনের উপযোগী করে তুলতে তাদের এই ভাবনা।
এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মার্চ মাসে। পিছিয়ে পড়া এলাকাগুলির উন্নতির লক্ষ্য স্কুলগুলির দায়িত্ব নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
চলতি বছরের শুরু থেকে প্রাথমিক-স্তরের স্কুলগুলিকে নিয়েই শুরু হবে এই কাজ। স্কুলের পানীয় জল, চেয়ার, টেবিল, বেঞ্চ, পাখা-সহ যাবতীয় বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবস্থা করা হবে। জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের বর্তমান প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।
তিনি আরও বলেন, "প্রণবানন্দ মহারাজের ইচ্ছানুসারে দেশব্যাপী শিক্ষাব্যবস্থাকে আরও বেশি জোরদার করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ রাজ্যের দুই ২৪ পরগনা-সহ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলার প্রত্যন্ত গ্রামের শিশুদের পড়াশোনার উপযুক্ত করে দেওয়ার জন্যই এই পদক্ষেপ" এখনও যে সমস্ত অঞ্চলে শিক্ষা ব্যবস্থা অনুন্নত সেখানে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগ।
চলতি বছরের শুরু থেকে প্রাথমিক-স্তরের স্কুলগুলিকে নিয়েই শুরু হবে এই কাজ। স্কুলের পানীয় জল, চেয়ার, টেবিল, বেঞ্চ, পাখা-সহ যাবতীয় বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবস্থা করা হবে। জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের বর্তমান প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন