জেলেই আত্মহত্যার চেষ্টা করল ধর্ষক-খুনি বিনয় শর্মা। তিহার জেলের শৌচালয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গিয়েছে। পুলিশ তাকে দ্রুত উদ্ধার করেছে। যদিও জেল কর্তৃপক্ষ এই ঘটনার কথা অস্বীকার করেছে।
তিহার জেল সূত্রে আগেই জানানো হয়েছিল, চার দোষী বিনয়, অক্ষয়, মুকেশ, পবনের মধ্যে সবচেয়ে ভেঙে পড়েছে ২৬ বছরের বিনয় শর্মা।
গত সপ্তাহেই তাঁর ফাঁসির সাজা পুনর্বিবেচনার আরজি খারিজ করে দেয় আদালত। এরপর বুধবার সকালে আত্মহত্যার চেষ্টা করে সে। সূত্রের খবর, চার জনের আলাদা সেলে রাখা হয়েছে। প্রতিটি সেলেই সিসিটিভি রয়েছে।
চার নম্বর সেলে একটি সিঙ্গল রুমে ছিল বিনয় শর্মা। সেখানে একটি পর্দা দিয়ে শৌচালয়ের ব্যবস্থা করা ছিল। সেখানে লোহার একটা টুকরো ঝুলছিল। বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সেই লোহায় একটি দড়ি বেঁধে ফাঁস তৈরি করার চেষ্টা করে বিনয়। তবে ফাঁসটি যেভাবে তৈরি করা হয়েছিল তার উচ্চতা ৫-৬ ফুট হওয়ায় সে ঝুলে পড়তে পারেনি। সেই সময়ই কর্তব্যরত পুলিশের নজরে আসে বিষয়টি।
তিহার জেল সূত্রে আগেই জানানো হয়েছিল, চার দোষী বিনয়, অক্ষয়, মুকেশ, পবনের মধ্যে সবচেয়ে ভেঙে পড়েছে ২৬ বছরের বিনয় শর্মা।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন