করোনা ভাইরাসে গোটা বিশ্বে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩০ হাজারের বেশি। ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র ইতালিতে। ৯২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। এই পরিস্থিতি সামলাতে পারছে না গোটা বিশ্ব।
এবার রেললাইনের উপর থেকে উদ্ধার হল জার্মানির এক মন্ত্রীর ছিন্নভিন্ন দেহ। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরেই থমাস শেফার নামের ওই মন্ত্রী আত্মঘাতী হয়েছেন বলে জল্পনা। জার্মানির হেসের অর্থমন্ত্রী ছিলেন তিনি।
Loading...
শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনের উপর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার হয়। প্যারামেডিকসের একটি দলই তাঁর দেহটি উদ্ধার করেন। গোটা দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাঁকে শনাক্ত করা যায়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন