গোটা পৃথিবী জুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতেও সেই আতঙ্ক দেখা যাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেল। মৃতের সংখ্যা বেড়ে হল ২৭৩। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩৫৬। এ দিনও তামিলনাড়ু, গুজরাত, ঝাড়খণ্ডের মতো রাজ্য থেকে করোনা আক্রান্তদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
তবে করোনা আতঙ্কের মধ্যেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে একটাই স্বস্তির খবর পাওয়া গিয়েছে। কয়েকদিন আগেই সরকারের তরফে জানানো হয়েছিল, দেশে ৪.২ দিনে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। লকডাউন সহ অন্যান্য পদক্ষেপের ফলে সংক্রমণের গতিতে কিছুটা লাগাম পরানো গিয়েছে বলেই দাবি করা হচ্ছে। সরকারি সূত্রের দাবি অনুযায়ী, এই মুহূর্তে ভারতে আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হতে ৬ দিন মতো সময় লাগছে।
এই তথ্য নিঃসন্দেহে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মরিয়া চেষ্টার সুফল বলে মনে করা হচ্ছে। ফলে পরিকল্পনা অনুযায়ী আরও কিছুদিন লকডাউন চললে করোনা সংক্রমণের হার কমিয়ে ফেলা যাবে বলে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা।
শুধুমাত্র মহারাষ্ট্রেই সংক্রমণের শিকার হয়েছেন ১ হাজার ৭৬১ জন। আশঙ্কা বাড়িয়েছে দিল্লির পরিস্থিতিও। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৯ জন। অবশ্য ভিন্ন ছবি দেখা গিয়েছে কেরলে। সেখানে সংক্রমণে খানিকটা রাশ টানা গিয়েছে। ওই রাজ্যে মোট সংক্রমিত হয়েছেন ৩৭৪ জন।
Loading...
শুধুমাত্র মহারাষ্ট্রেই সংক্রমণের শিকার হয়েছেন ১ হাজার ৭৬১ জন। আশঙ্কা বাড়িয়েছে দিল্লির পরিস্থিতিও। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৯ জন। অবশ্য ভিন্ন ছবি দেখা গিয়েছে কেরলে। সেখানে সংক্রমণে খানিকটা রাশ টানা গিয়েছে। ওই রাজ্যে মোট সংক্রমিত হয়েছেন ৩৭৪ জন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন