দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৪৪৭।
মৃতের সংখ্যা ২৩৯। সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। লব আগরওয়াল বলেন, এখনও পর্যন্ত আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৬৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী সংখ্যা ১০৩৫ জন।
মৃত্যু হয়েছে ৪০ জনের। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণের জন্য লকডাউন ও অন্যান্য পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। এতদিন তা না করা হলে এই সময়ে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াত ২ লাখ। করোনা মোকাবিলায় গোটা দেশে এখনও পর্যন্ত ৫৮৬ হাসপাতাল খোলা হয়েছে। গোটা দেশে আইসোলেশন বেডের সংখ্যা ১ লাখেরও বেশি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন