গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়তে পারে সেই কারণে চলছে লকডাউন। এই লকডাউন কবে শেষ হবে তা এখন নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এক কথায় বললে বলা যায় জটিল পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে ভারত।
লকডাউনের আগেই জটিলতা তৈরি হওয়ায় চুক্তিভিত্তিক কয়েকজন অস্থায়ী কর্মীর বেতন আটকে গিয়েছিল। লকডাউন শুরু হওয়ার ফলে এই কর্মীরা বেতন না পাওয়ায় সঙ্কটে পড়েছেন। জানা গিয়েছে, রাজ্যের ৫৭টি কলেজে এজেন্সির মাধ্যমে নিযুক্ত ১১৪ জন তথ্যপ্রযুক্তি কর্মী নভেম্বর মাস থেকে ভাতা পাচ্ছেন না। এই কর্মীদের বেতন নিয়ে শিক্ষা ও অর্থ দফতরের মধ্যে টানাপোড়েন হয়। বিষয়টি মিটে আসার মুখেই করোনার কারণে লকডাউন শুরু হয়ে যায়।
ফলে আটকে যায় তাঁদের ভাতা।
এই খবর পাওয়া মাত্রই শিক্ষামন্ত্রী কড়া প্রতিক্রিয়া দেন। তিনি তাঁর নিজের ফেসবুক ওয়ালে জানিয়ে দিলেন, লক ডাউন চললেও কোনওভাবেই যেন অতিথি শিক্ষকদের বেতন প্রদান বন্ধ না করা চলবে না। শিক্ষামন্ত্রীর এমন মানবিক উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন শিক্ষকদের একটা বড় অংশ।
Loading...
এই খবর পাওয়া মাত্রই শিক্ষামন্ত্রী কড়া প্রতিক্রিয়া দেন। তিনি তাঁর নিজের ফেসবুক ওয়ালে জানিয়ে দিলেন, লক ডাউন চললেও কোনওভাবেই যেন অতিথি শিক্ষকদের বেতন প্রদান বন্ধ না করা চলবে না। শিক্ষামন্ত্রীর এমন মানবিক উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন শিক্ষকদের একটা বড় অংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন