গোটা দেশের মতন রাজ্যেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে এই মুহূর্তে করোনায় সংক্রমিতের সংখ্যা ১১০ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, আজ নতুন করে ১৫ জনের শরীরে মিলেছে এই মারণ ভাইরাস।
এখনও পর্যন্ত রাজ্যে ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে সাত জন। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, এখনও পর্যন্ত ২৭৯৩ জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছে ৪২২ জন মানুষ।
বাড়িতে বিশেষ পর্যবেক্ষণে রয়েছে ৩৯ হাজারেরও বেশি মানুষ। করোনা মোকাবিলায় এখনও পর্যন্ত রাজ্যে ৬৪ টি হাসপাতালকে তৈরি রাখা হয়েছে। সোয়াবের নমুনা পরীক্ষার জন্য আইসিএমআর অনুমোদিত ল্যাবরেটরি রয়েছে সাতটি। রাজ্যে বর্তমানে সংক্রমিতের সংখ্যা ১১০ বলা হলেও এখনও পর্যন্ত মোট কতজন সংক্রমিত সেই সম্পর্কে কোনও পরিসংখ্যান প্রকাশ করেনি রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত সর্বশেষ রিপোর্ট বলছে, রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দেড়শো ছাড়িয়েছে। পাশাপাশি সুস্থও হয়ে উঠেছে ২৯জন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন