রাজ্যে করোনা ভাইরাস মোকাবিলায় ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার করোনা ভাইরাসের মোকাবিলা চুক্তির ভিত্তিতে অস্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
ওই বিজ্ঞপ্তিতে মোট ১২টি পদে এককালীন মাসিক পারিশ্রমিকের ভিত্তিতে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। অনলাইনে আবেদন পরীক্ষা করার পর মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের তা পাঠিয়ে দেওয়া হবে। জেলা ভিত্তিতে সেই সমস্ত পদে নিয়োগ হবে। আপাতত নিয়োগের সময়সীমা ২ মাস। পরে সময়সীমা বাড়ান হতেও পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
বিশেষজ্ঞ চিকিত্সক পাবেন মাসে ৫০ হাজার টাকা। মেডিক্যাল অফিসার পাবেন ৪০ হাজার, মলিকুলার বায়োলজি পাবেন ৪০ হাজার টাকা। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পাবেন ১৭,৯২০ টাকা। ল্যাব অ্যাটেনডেন্ট পাবেন ১৭২২০ টাকা। স্টাফ নার্স ১৭২২০ টাকা, ফার্মাসিস্ট ১৬৮৬০ টাকা, প্যারামেডিকেল কর্মী ১৬ হাজার টাকা, হসপিটাল অ্যাটেনডেন্স ১০ হাজার, স্যানিটারি অ্যাটেনডেন্স ১০ হাজার টাকা, কুক কাম ক্লিনার পাবেন ১০ হাজার টাকা মাসিক বেতন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন