গোটা রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। চিন্তা বাড়ছে মুখ্যমন্ত্রীর। লকডাউনের পরেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া, যা নিয়ে চিন্তিত রাজ্য প্রশাসন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩৮ জন। এর ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬১। মৃত্যু হয়েছে ২০ জনের । ১০৫ জন সুস্থ হয়ে উঠেছেন বলেও জানানো হয়েছে।
একই দিনে দু-জনের মৃত্যু হওয়ায় করোনায় মৃতের সংখ্যা ১৮ থেকে বেড়ে হয়েছে ২০। মৃত্যু হয়েছে এক চিকিৎসকের। গার্ডেনরিচের এক যুবকেরও মৃত্যু হয়েছে। তবে, দু-টি মৃত্যুর ঘটনাই খতিয়ে দেখবে অডিট কমিটি। করোনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে বলে স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানান হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১০ হাজার ৮৯৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে, পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
Loading...
৬৬ টি হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কোনও হাসপাতাল যাতে করোনা আক্রান্ত রোগীকে প্রত্যাখ্যান না করে তার জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত রাজ্যে হোম কোয়ারানটিনে রয়েছে ২১হাজার ২৮৮ জন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন