গোটা দেশে করোনা ভাইরাসের প্রভাব লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যদিও এই ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই চলতে থাকা লকডাউনের মধ্যে ভাতা না পেয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করলেন অতিথি শিক্ষকরা।
পশ্চিমবঙ্গ অতিথি শিক্ষক সমিতির তরফে তাঁর কাছে চিঠি পাঠানো হল। একই চিঠি দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও। সংগঠনের সাধারণ সম্পাদক গোপালচন্দ্র ঘোষের বক্তব্য, সরকার তাঁদের বেতন দেওয়ার কথা ঠিক করেছে।
তার জন্য যাবতীয় ভেরিফিকেশন হয়েছে। কিন্তু লকডাউন শুরু হওয়ার পর তা আটকে যায়। অনলাইনে করার কথা থাকলেও, সেই কাজ শেষ হয়নি। এদিকে, কলেজ থেকেও ভাতা বন্ধ রয়েছে। এই অবস্থায় তীব্র আর্থিক সঙ্কটে দিন কাটাচ্ছেন কয়েক হাজার অতিথি শিক্ষক। মুখ্যমন্ত্রী যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন, তার আবেদন করা হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন