করোনা ভাইরাস নিয়ে চিন্তিত গোটা দেশ। লকডাউনের পরেও কমছে না এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এক রাতের মধ্যে আর ১৭টি প্রাণ নিল করোনা। দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৬। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দেশে কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৩৪।
তবে ইতিমধ্যে সুস্থও হয়েছেন ৪৭৩ জন। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে দেশজুড়ে আক্রান্ত হয়েছে ৫৪০ জন।
এই ভাইরাসে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা অন্তত ১২৮৬ জন। মৃত্যু হয়েছে ৭৯ জনের। এর পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানেও আক্রান্ত অন্তত ৭৩৮ জন। দিল্লিতে করোনার শিকার ৬৬৯ জন।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষেই সওয়াল করছেন সব পক্ষ। একটা বিষয় পরিষ্কার সংক্রমণের সংখ্যা থেকে। পুরোপুরি লকডাউন উঠছে না কোনও ভাবেই। বরং হটস্পটগুলি সিল করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই দিল্লি ও উত্তরপ্রদেশের বহু সংক্রামক অঞ্চল পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে।
এই ভাইরাসে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা অন্তত ১২৮৬ জন। মৃত্যু হয়েছে ৭৯ জনের। এর পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানেও আক্রান্ত অন্তত ৭৩৮ জন। দিল্লিতে করোনার শিকার ৬৬৯ জন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন