করোনা আতঙ্ক ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। আর এই করোনার জেরে গোটা পৃথিবীর অর্থনীতিতে এসেছে বড় রকমের ধাক্কা।
এবার টাকা ছাপানোর পরামর্শ নোবেলজয়ীর।
করোনার প্রভাবে দেশের আর্থিক মন্দা এড়াতে নতুন দাওয়াই দিলেন বাংলার নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ফিকির একটি ওয়েবিনারে অংশ নিয়ে অভিজিত বলেন, ১৯২৯–৩০ এর মতো আর্থিক মন্দা এড়াতে নতুন করে ব্যবস্থা নিতেই হবে। সরকারের উচিত টাকা ছাপিয়ে গরিব, মধ্যবিত্ত মানুষের হাতে পৌঁছে দেওয়া। করোনার প্রভাবে যে আর্থিক সমস্যা তৈরি হবে, তাতে সবচেয়ে বেশি ভুগবেন দরিদ্র মানুষেরা।
তাই মুদ্রাস্ফীতির কথা চিন্তা না করে গরিব লোকের হাতে টাকা পৌঁছে দেওয়াই এখন ভারতের মতো দেশের একমাত্র লক্ষ্য হওয়া দরকার।’এদিন অভিজিতের সঙ্গে এই ওয়েবিনারে ছিলেন তাঁর স্ত্রী, অর্থনীতিবিদ এস্থার ডাফলোও। দু-জনেই একই সুরে অর্থনীতিকে চাঙ্গা করার পরামর্শ দিয়েছেন।
এবার টাকা ছাপানোর পরামর্শ নোবেলজয়ীর।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন