করোনা আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে গোটা দেশে। আতঙ্কে আছে গোটা দেশের মানুষ। বৃহস্পতিবার ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ২৩৫ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০৬৯ জন। এই মারণ ভাইরাসের শিকার হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৩ জন।
রাজ্যে করোনা মোকাবিলায় আপৎকালীন ত্রাণ তহবিল গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ত্রাণ তহবিলে একত্রে মোটা অঙ্কের অর্থ অনুদান দিল রাজ্যের স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ সংস্থাগুলি। প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন ও স্কুল সার্ভিস কমিশন, এই পাঁচটি সংস্থা মিলে মোট পাঁচ কোটি টাকা অর্থ সংগ্রহ হয়। সেই পাঁচ কোটি টাকা শিক্ষা দফতর থেকে আজই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করে দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এবিষয়ে তিনি বলেন, "শিক্ষা দফতরের অধীনে যে সমস্ত সংস্থাগুলি আছে যেমন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, টেক্সট বুক কর্পোরেশন, স্কুল সার্ভিস কমিশন, সকলে সম্মিলিতভাবে পাঁচ কোটি টাকা দপ্তরের তরফে মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে আমরা পাঠিয়ে দিলাম। মুখ্যমন্ত্রী যেভাবে করোনা সমস্যার মোকাবিলা করছেন, আমাদের এই ক্ষুদ্র অর্থ নিঃসন্দেহে তাঁর এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে।"
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন