গোটা পৃথিবী মারণ ভাইরাস করোনাতে আক্রান্ত। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কয়েক লাখ। মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। এই ভাইরাস আটকাতে হিমশিম খাচ্ছে গোটা পৃথিবী। এর কারণে গোটা পৃথিবীর অর্থনীতিতে এসেছে বড় রকমের ধাক্কা। বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকায় গত ১৫ দিনে কাজ হারিয়েছেন প্রায় এক কোটি মানুষ। আরও কত মানুষকে যে কাজ হারাবে তা এখনি বলা মুশকিল। বহু প্রতিষ্ঠান যখন কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে, তখন উল্টোপথে হেঁটে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বৃহস্পতিবার এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফেসবুকের প্রধান পরিচালন আধিকারিক শেরিল স্যান্ডবার্গ জানিয়েছেন, সংস্থার পণ্য ও প্রকৌশল বিভাগের জন্য চলতি বছরের শেষের দিকে আরও ১০ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে আর্থিক মন্দা চলছে গোটা বিশ্বজুড়ে। তার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বিভিন্ন ক্ষেত্রে। অন্যান্য সংস্থার মতো ফেসবুকও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে কিনা, জানতে চাইলে স্যান্ডবার্গ বলেন, 'আমরা ভাগ্যবান যে নতুন নিয়োগ দিতে পারব। আমাদের নিজস্ব কর্মীদের ক্ষেত্রে আমাদের একটা দায়বদ্ধতা আছে। কিন্তু আমাদের প্রয়োজন বলেই নতুন কর্মী নিয়োগের পথে হাঁটতে হবে।' যদিও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের পথে হাঁটবে নাকি সরাসরি কর্মী নিয়োগ করবে তা নিশ্চিত ভাবে জানা যায় নি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন