করোনা সংক্রমণ বাড়ছে রাজ্য সহ গোটা দেশে। আর এই সংক্রমণ যাতে না দ্রুত গতিতে ছড়াতে পারে তার জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যদিও এই লকডাউনের পরেও এই মারণ ভাইরাসের সংক্রমণ কিছুতেই কমছে না।
লকডাউনের জেরে সম্পত্তির হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের। আজ অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়। ৩০ জুন পর্যন্ত সম্পত্তির হিসাব জমা দিতে পারবেন কর্মীরা।
প্রতি বছর গ্রুপ ডি বাদ দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ৩০ এপ্রিলের মধ্যে সম্পত্তির হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে যেহেতু লকডাউন চলছে, তাই সমস্ত অফিস বন্ধ। ফলে সম্পত্তির হিসাব জমা দেওয়াতে সমস্যা হবে কর্মচারীদের পক্ষে। পাশাপাশি অফিস বন্ধ হওয়ার ফলে সম্ভব হবে না জমা নেওয়ার কাজও। তাই ৩০ জুনের মধ্যে জমা দেওয়া যাবে সম্পত্তির হিসাব। ৩০ জুনের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা। সে কথা মাথায় রেখেই রাজ্যের অর্থ দফতর সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়াল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন