প্রথম দফার আটকে ছিল বহু গুরুত্বপূর্ণ কাজ। করোনা সংক্রমণ রুখতে ফের লকডাউনের মেয়াদ বাড়ায় কেন্দ্রের সরকার। আর এর ফলে রাজ্যের অত্যাবশ্যকীয় ও আপৎকালীন কাজের সঙ্গে যুক্ত দফতরগুলি বন্ধ থাকলে সমস্যায় পড়তে হবে রাজ্যের মানুষকে।
তাই রাজ্যের নির্দেশে লকডাউনের দ্বিতীয় দফায় খুলতে চলেছে সমস্ত দফতর। আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে সমস্ত দফতরে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করেছেন তিনি। তাতে বলা হয়েছে, ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি দফতরগুলিকে কাজ শুরু করার জন্য।
লকডাউনের প্রথম দফায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে, ট্রেজারি, পুলিশ, দমকল, কারা বিভাগের মতো অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে দফতরগুলি খোলা ছিল। সেখানে হাতে গোনা কর্মীদের নিয়ে কাজ চলছিল। সরকারি কর্মীদের ডিউটির সময়ও কমিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
বাকি দফতরগুলির কাজ কার্যত বন্ধ ছিল। কিন্তু এর ফলে বহু গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকায় সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জুটমিল, ক্ষুদ্র নির্মাণ, ক্ষুদ্র শিল্প সংস্থা, ইটভাটা, ১০০ দিনের কাজ চলার অনুমতি দেন। তখনই তিনি জানিয়েছিলেন, যুগ্ম সচিব ও উচ্চপদস্থ আধিকারিকরা ২০ এপ্রিল থেকে কাজে যোগ দেবেন। একদিন অন্তর তাঁরা দফতরে আসবেন।
বৃহস্পতিবার মুখ্যসচিবের নির্দেশিকায় বলা হয়েছে, সচিব ও উচ্চপদস্থ আমলাদের সঙ্গে তাঁদের সহকারী কর্মীরাও কাজে যোগ দেবেন। দফতরের মোট কর্মী সংখ্যার ২৫ শতাংশ কাজ করবেন। কারা কারা কবে আসবেন সেই তালিকা তৈরি করা হবে। তবে এই নির্দেশিকায় উল্লেখ করা হয়নি, সরকারি কর্মীরা কীভাবে দফতরে আসবেন বা তাঁদের পরিবহণের কি ব্যবস্থা করা হবে।
লকডাউনের প্রথম দফায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে, ট্রেজারি, পুলিশ, দমকল, কারা বিভাগের মতো অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে দফতরগুলি খোলা ছিল। সেখানে হাতে গোনা কর্মীদের নিয়ে কাজ চলছিল। সরকারি কর্মীদের ডিউটির সময়ও কমিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
Loading...
বৃহস্পতিবার মুখ্যসচিবের নির্দেশিকায় বলা হয়েছে, সচিব ও উচ্চপদস্থ আমলাদের সঙ্গে তাঁদের সহকারী কর্মীরাও কাজে যোগ দেবেন। দফতরের মোট কর্মী সংখ্যার ২৫ শতাংশ কাজ করবেন। কারা কারা কবে আসবেন সেই তালিকা তৈরি করা হবে। তবে এই নির্দেশিকায় উল্লেখ করা হয়নি, সরকারি কর্মীরা কীভাবে দফতরে আসবেন বা তাঁদের পরিবহণের কি ব্যবস্থা করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন