আইসিএমআর-এর গাইডলাইন মানা হচ্ছে না বলে গুরুতর অভিযোগ। এর পাশাপাশি তথ্য গোপন করারও অভিযোগ ওঠে। এই অভিযোগে বুধবার হাইকোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা। মামলা দায়ের করেছেন ড. ফুয়াদ হালিম। মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।
লকডাউন চলছে গোটা দেশে। আর সেই কারণে সশরীরে আদালতে হাজিরা বন্ধ। জরুরি ভিত্তিতে মামলা শোনা হচ্ছে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে। এদিন ফুয়াদ হালিমও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই মামলা দায়ের করেন। তাঁর হয়ে মামলা লড়ছেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
ফুয়াদ হালিমের অভিযোগ, রাজ্যে আইসিএমআর-এর গাইডলাইন অনুযায়ী কাজ হচ্ছে না। পাশাপাশি গোপন করা হচ্ছে তথ্যও। এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি হয়। অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। আগামী ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তার আগেই এই রিপোর্ট জমা দিতে হবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন