গোটা দেশ করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত। আর এই ভাইরাসের সংক্রমণ যাতে না ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটা আটকাতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সরকার। চলতে থাকা এই লকডাউনের মেয়াদ বাড়বে বলে আজ সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তৃণমূলের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট পেশ করেন তিনি। মমতাকে জানান, লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু একটানা দীর্ঘদিন লকডাউন থাকলে চরম বিপাকে পড়বে রাজ্যের শ্রমিক শ্রেণির মানুষ। মুখ্যমন্ত্রী আজ নবান্নে সংবাদ মাধ্যমকে জানান, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রিপোর্ট পাওয়া গিয়েছে। সঙ্গে তিনি বলেন, "লকডাউন বর্ধিত করা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। অর্থাৎ এ বিষয়ে এখনই কিছু বলব না।
তবে শ্রমিকদের জন্য আরও মানবিক হতে হবে সরকারকে।"আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রথমে এই বৈঠকে যোগ দিতে আপত্তি জানিয়েছিল তৃণমূল। যদিও শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে রাজ্যের শাসক দলের প্রতিনিধি হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় হাজির হন বৈঠকে। জানা গেছে, রাজনীতি ভুলে করোনা মোকাবিলায় সবাইকে এক ছাতার তলায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। বৈঠকে লকডাউন বাড়ানোর কথা জানিয়ে দিয়েছেন তিনি। রাজ্যের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় মাস্ক, স্যানিটাইজার, PPE-সহ একাধিক জিনিসের দাবি জানান। পাশাপাশি রাজ্যের প্রাপ্য অর্থেরও দাবি জানিয়েছেন তিনি। জানা গেছে, কেন্দ্রের কাছে ৫১ হাজার কোটি টাকার দাবি জানিয়েছেন তিনি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন