২৫ হাজার কোটি টাকা অনুদান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি কেন্দ্রের কাছে যে ৩৬ হাজার কোটি টাকা রাজ্যের পাওনা আছে সেই বকেয়া টাকা দ্রুত মেটানোর আর্জি জানান হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন,'' করোনার কারণে সব ধরনের ব্যবসা বন্ধ থাকায় বস্তুত কোনও আয়ই হচ্ছে না রাজ্য সরকারের। এর পরেও সরকারি কর্মীদের বেতন, মজুরি ও পেনশন দেওয়া হয়েছে। যদিও দেশের অনেক রাজ্যই তা করে দেখাতে পারেনি।
বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা নিয়েও চালাতে পেরেছি। কিন্তু এখন ভবিষ্যৎ অনিশ্চিত। এর পাশাপাশি কন্যাসন্তান, পড়ুয়া, কৃষক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, প্রান্তিক শ্রেণি, সংখ্যালঘু, তপসিলি জাতি-উপজাতিদের প্রতি আমরা দায়বদ্ধ। এই কঠিন সময়ে ৯ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'' এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়ে দেন রাজ্যের পাওনাগুলিও যাতে দ্রুত মিটিয়ে দেওয়া হয়।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন