রাজ্যে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যদিও মুখ্যমন্ত্রী এই ভাইরাস থেকে বাঁচতে একাধিক সতর্কতা অবলম্বনের কথা বলেছেন। কিন্তু তার পরেও এই মারণ ভাইরাসের প্রকোপ কিছুতেই কমছে না।
রাজ্য সহ গোটা দেশের মানুষ এই ভাইরাস নিয়ে বেশ চিন্তিত।
এই অবস্থায় রাজ্য সরকারের কাছে মানবিক প্রস্তাব রাখল এক শিক্ষক সংগঠন। যে সংগঠন বার বার নিজেদের দাবি আদায়ের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন।
Loading...
কিন্তু এবার ওই সংগঠনকে দেখা গেল একটু অন্য ভূমিকায়। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ নামে এই শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন বর্তমান পরিস্থিতিতে কর্মচারীদের বেতন থেকে ২৫ শতাংশ অর্থ করোনা আক্রান্ত রোগীদের কাজে ব্যবহার করার জন্য। এমন প্রস্তাবের কথা জানিয়েছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন