করোনা ভাইরাসের সংক্রমণ যাতে দ্রুত দেশে ছড়িয়া না পড়ে তার জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সরকার। আর এই লকডাউনের মধ্যে করদাতাদের স্বস্তি দিতে নয়া ঘোষণা করল কেন্দ্রের সরকার। আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও করদাতারা এখনও বকেয়া হাতে পাননি।
বুধবার আয়কর দফতর জানাল, ৫ লক্ষ টাকা পর্যন্ত রিফান্ড শীঘ্রই করদাতাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। আয়কর দফতরের আশা, এর ফলে কমপক্ষে ১৪ লাখ করদাতা উপকৃত হবেন। শুধুমাত্র আয়করদাতারাই নয়, জিএসটি ও কাস্টমের ক্ষেত্রেও রিফান্ডের টাকা শীঘ্রই পাওয়া যাবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে অর্থ মন্ত্রক।
ফলে আরও প্রায় ১ লাখ ব্যবসায়ী উপকৃত হবেন। সব মিলিয়ে প্রায় ১৮ হাজার কোটি টাকা রিফান্ড করতে হবে অর্থমন্ত্রককে। করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। ফলে শিল্পক্ষেত্রে উৎপাদন বন্ধ। ব্যবসায়ী থেকে আমজনতা সকলের হাতেই নগদ অর্থের টান রয়েছে। তাঁদের হাতে নগদের জোগান বাড়াতেই কেন্দ্র এমন সিদ্ধান্ত নিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন