রাজ্যে করোনা আতঙ্ক ক্রমশ জাঁকিয়ে বসেছে। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের শরীরে কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়েছে বলে জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। এদিন বিকেলে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এই সময়ের মধ্যে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। অর্থাৎ বৃহস্পতিবার করোনা আক্রান্তের যে সংখ্যাটা ৮০ ছিল, সেটাই শুক্রবার বেড়ে হল ৮৯।
এবার করোনা সন্দেহে এক প্রৌঢ়াকে ভর্তি করা হল হসপিটালে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ ঘটনাটি ঘটেছে,পর্ণশ্রী থানা এলাকায়। দ্রুত সিল করে দেওয়া হয়েছে ওই প্রৌঢ়ার বাড়ি। তবে এই বিষয় রাজ্যের স্বাস্থ্য দফতর এখনও কোনও মন্তব্য পাওয়া যায় নি।
এলাকার লোকেদের দাবি, কিছুদিন আগে বেঙ্গালুরু থেকে ফিরে বাড়িতেই ছিলেন এক প্রৌঢ়া। তিনি কোনও রকম সতর্কতা না নিয়ে অনেকের সংস্পর্শে এসেছেন। পরে তিনি জ্বর এবং শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মনে করা হচ্ছে ওই বৃদ্ধা করোনায় আক্রান্ত। পাশাপাশি তাঁর পরিবারের পাঁচ সদস্যকেও রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
পর্ণশ্রী থানা এলাকার এক প্রৌঢ়ার শরীরে করোনার উপসর্গ রয়েছে, এহেন খবর পেয়েই যথাযথ পদক্ষেপে উদ্যোগী হয় পুলিশ। জানা গিয়েছে, পর্ণশ্রীর এলাকায় থাকেন ওই প্রৌঢ়া। তার বাড়িটি ইতিমধ্যেই সিল করে দিয়েছে পুলিশ। অসুস্থ ৬১ বছরের প্রৌঢ়াকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Loading...
পর্ণশ্রী থানা এলাকার এক প্রৌঢ়ার শরীরে করোনার উপসর্গ রয়েছে, এহেন খবর পেয়েই যথাযথ পদক্ষেপে উদ্যোগী হয় পুলিশ। জানা গিয়েছে, পর্ণশ্রীর এলাকায় থাকেন ওই প্রৌঢ়া। তার বাড়িটি ইতিমধ্যেই সিল করে দিয়েছে পুলিশ। অসুস্থ ৬১ বছরের প্রৌঢ়াকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন