গোটা রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। এমন কঠিন সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসের পর এবার রাজ্যজুড়ে চালু হচ্ছে ট্যাক্সি পরিষেবাও। আগামী সোমবার থেকেই চালু হয়ে যাবে হলুদ ট্যাক্সি পরিষেবা। নবান্ন সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। আরও জানা গিয়েছে, বাসের মত ট্যাক্সির ক্ষেত্রেও করোনার জেরে এখন থেকে বেশি ভাড়া গুনতে হবে।
এখন থেকে ট্যাক্সিতে উঠলেই ৩০ টাকার বদলে ৩৩ টাকা দিতে হবে। একইসঙ্গে মিটারে যে ভাড়া উঠবে তার থেকে আরও অতিরিক্ত ৩০ শতাংশ বেশি ভাড়া দিতে হবে। সোমবার থেকে রাজ্যজুড়ে রাস্তায় নামবে প্রায় ২২ হাজার ট্যাক্সি। তবে বাসের মত এক্ষেত্রেও রেড জোন ও কনটেইনমেন্ট জোনে কোনও পরিষেবা দেওয়া হবে না।
উল্লেখ্য, গ্রিন ও অরেঞ্জ জোনে আগেই বাস ও ট্যাক্সি চালুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে রেড জোনেও বাস ও ট্যাক্সি চালুর নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এবার রাজ্যজুড়ে ফের শুরু হতে চলেছে বাস, ট্যাক্সির মত গণ পরিবহন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন