ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। দিঘা থেকে মাত্র ৫১০ কিলোমিটার দূরে এখন অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যেই দিঘায় শুরু হয়ে গিয়েছে আমফানের তাণ্ডব। আমফানের দাপটে তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দিঘায়।
সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে। এদিন সকাল থেকেই ক্রমশ সমুদ্র তার রূপ বদলাতে শুরু করে। যত বেলা গড়িয়েছে ততই ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে সমুদ্র। অবিরত ঢেউয়ের গর্জন আর ফুঁসছে সমুদ্র।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সাগর, ফ্রেজার গঞ্জ, বাসন্তী, ক্যানিং-সহ একাধিক সমুদ্র উপকূলবর্তী এলাকায় আঘাত হানবে আমফান। বেশি আঘাত হানতে সক্ষম হবে দক্ষিণ ২৪ পরগনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব রকম ভাবে প্রস্তুত আছে রাজ্য সরকার। সব জেলার জেলাশাসক, এসপি, আইসিদের নির্দেশ দেওয়া হয়েছে। সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে।
সামাজিক দূরত্ব মেনেই চলছে প্রস্তুতির কাজ। দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ, উত্তর ২৪ পরগনায় ৫০ হাজার, পূর্ব মেদিনীপুরে ৪০ হাজার এবং পশ্চিম মেদিনীপুরে ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সাগর, ফ্রেজার গঞ্জ, বাসন্তী, ক্যানিং-সহ একাধিক সমুদ্র উপকূলবর্তী এলাকায় আঘাত হানবে আমফান। বেশি আঘাত হানতে সক্ষম হবে দক্ষিণ ২৪ পরগনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব রকম ভাবে প্রস্তুত আছে রাজ্য সরকার। সব জেলার জেলাশাসক, এসপি, আইসিদের নির্দেশ দেওয়া হয়েছে। সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন