রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এদিন সমস্ত রেকর্ড ভেঙেই রাজ্যে বাড়ল কোভিডে আক্রান্তের সংখ্যা। সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৪২ জন।
এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬,১৯০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। ২৬ জুন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৬। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১০,৫৩৫ জন।
এই মূহুর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫,০৩৯। সুস্থতার হার বেড়েছে ৬৫.০৭ শতাংশ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২৬ জুন পর্যন্ত রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪,৩৯,২৫৮। তাঁদের মধ্যে ৩.৬১ শতাংশ নমুনা পজেটিভ এসেছে। রাজ্যে মোট ৫০টি ল্যাবে করোনা পরীক্ষার সরকারি অনুমোদন রয়েছে। সরকারি তথ্য বলছে, আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে কলকাতা (৫,০১৪) দক্ষিণ ২৪ পরগনা (২,৪২৮), হাওড়া (২,৩৭৫)।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন