গোটা দেশে দু-মাসের বেশি সময় ধরে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে ৩ মাস ধরে আটকে রয়েছে বিধায়ক ভাতা। এমন অবস্থায় বিধায়করা কি ভিক্ষা করবেন? প্রশ্ন তুলেছেন কংগ্রেস পরিষদীয় দলের নেতা আব্দুল মান্নান।
বিধায়করা মাসে ৬০,০০০ টাকা ভাতা পান। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগ দিলেই তাঁদের প্রতিদিন ২০০০ টাকা করে পাওয়ার কথা। অর্থাৎ মাসে ৬০,০০০ টাকা। কিন্তু লকডাউনের কারণে সেই টাকা-ই আটকে রয়েছে।
আসলে লকডাউনের জেরে বন্ধ রয়েছে বিধানসভা। বিধানসভা বন্ধ থাকার ফলে বিধানসভার কোনও স্ট্যান্ডিং কমিটির বৈঠকও হচ্ছে না। আর তাই বিধায়কদের ভাতাও বন্ধ। এই পরিস্থিতিতে আব্দুল মান্নান বলেন, "এখানে বিধায়কদের টাকা অন্য রাজ্যের থেকে এমনিতেই কম। এখন এই টাকাও ৩ মাস ধরে আটকে রয়েছে। বিধায়করা কি এবার ভিক্ষা করবেন? বিধানসভার অধ্যক্ষ এই বিষয়ে নাকি দেখছেন, দেখা যাক কী হয়।" শুধু বিধায়ক ভাতা নয়, আটকে মন্ত্রীদের মাসিক ভাতাও।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন