বাড়ছে না বেসরকারি বাস-মিনিবাসের ভাড়া। তবে আগামী তিন মাস মালিকদের আর্থিকভাবে সাহায্য করতে চায় রাজ্য সরকার। সেই সঙ্গে কলকাতা মেট্রো পরিষেবা ফের চালু করার বিষয়েও উদ্যোগী নিল মমতা সরকার। সামাজিক দূরত্ব মানলে যত আসন, তত যাত্রী নিয়ে পরিষেবা দেওয়া যেতে পারে। শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানান।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে একাধিক বড় ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, "ডিজেলের দাম বাড়ছে। পাশাপাশি সরকারি নিয়ম মানতে হচ্ছে বাসগুলিকে। ফলে ক্ষতির মুখে পড়ছেন তাঁরা। তাই ৬ হাজারের মধ্যে মাত্র আড়াই হাজার বাস রাস্তায় নামছিল। এবার সমস্ত বাস রাস্তায় নামাতে বাস-পিছু ১৫ হাজার টাকা ভরতুকি দেওয়া হবে।" আগামী তিন মাস এই ভরতুকি দেওয়া হবে। এর জন্য রাজ্যের প্রতি মাসে ২৭ কোটি টাকা খরচ হবে। ফলে ১ জুলাই থেকে সমস্ত বেসরকারি বাস রাস্তায় নামবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, ওই দিন থেকে আরও ৫০০ সরকারি বাস রাস্তায় নামবে।
এদিকে ১ জুলাই থেকে রাজ্যে মেট্রো পরিষেবা চালুর জন্য কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। এ প্রসঙ্গে মমতা বলেন, যত আসন, তত যাত্রী নিময় মেনে মেট্রো পরিষেবা চালু করা যায় কি না, তা নিয়ে আলোচনা করা হচ্ছে। সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে স্যানিটাইজ করে মেট্রো চালানো যেতে পারে। তাহলে আমজনতা ভোগান্তি থেকে কিছুটা রেহাই পাবেন। এ ক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রেল বোর্ডের অর্ডার এলে মেট্রো চলাচল শুরু করবে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন