উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল সরকার। শুক্রবার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জুলাই মাসের ২, ৬ ও ৮ তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল।
কিন্তু অন্য বোর্ড ও সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এই রাজ্যের উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা বাতিল করা হল। কীভাবে সেই বিষয়গুলির মূল্যায়ন করা হবে, তা নিয়ে উচ্চশিক্ষা পর্ষদের বিশেষজ্ঞ কমিটি নিয়ম তৈরি করছে।
সেটা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি এদিন বেসরকারি স্কুলগুলির ফি-বৃদ্ধি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন পার্থবাবু। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা কীভাবে হবে, তা ইউজিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেই জানান তিনি।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন