করোনা ভাইরাসের সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিয়েছে শহর কলকাতায়। আর তাই স্বাস্থ্য ব্যবস্থাকে জোরদার করতে এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। করোনার সঙ্গে যুদ্ধে যে স্বেচ্ছাসেবক চেয়েছিল রাজ্য সরকার, তাঁদের এবার সান্মানিক প্রদান করতে চলেছে সরকার। রবিবার একথা জানালেন রাজ্যর প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইট করে তিনি বলেন, রাজ্যের অবৈতনিক সান্মানিক স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছিল আগেই।
তাঁদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করা হল। আগামী ১ জুলাই থেকে সারা রাজ্যের এই সাড়ে ৬ হাজার স্বাস্থ্যকর্মী এই সুবিধা পাবেন। গ্রামীণ এলাকায় যেমন আশা কর্মীরা কাজ করেন তেমনি পুর এলাকায় এই স্বাস্থ্যকর্মীরা কাজ করেন।
এর জন্য তারা মাসে সাড়ে তিন হাজার টাকা পান। মূলত, গর্ভবতী মহিলা, ডেঙ্গু, করোনা, যক্ষা প্রভৃতি রোগ নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বাড়ান এদের প্রধান কাজ। সেই স্বাস্থ্যকর্মীদের মাসে ন্যূনতম এক হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। জুলাই থেকে এই স্বাস্থ্যকর্মীরা কমপক্ষে সাড়ে চার হাজার টাকা পাবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উৎসাহিত এই স্বাস্থ্যকর্মীরা। এই বৃদ্ধির পরিমাণ কাজ ভেদে ২,০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে।
টুইট করে তিনি বলেন, রাজ্যের অবৈতনিক সান্মানিক স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছিল আগেই।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন