গোটা দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই ভাইরাসের হাত থেকে আমাদের দেশের মুক্তি মিলবে কবে তা এখনি বলা বেশ কঠিন। এর পাশাপাশি যেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৮৫৯।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯০৬ জন।
এমন পরিস্থিতিতে ১৪ তম টিচার্স এলিজিবিলিটি টেস্ট(সিটেট)-এর পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এই পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ৫ জুলাই। সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ সময়মতন জানিয়ে দেওয়া হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৮৫৯।
এমন পরিস্থিতিতে ১৪ তম টিচার্স এলিজিবিলিটি টেস্ট(সিটেট)-এর পরীক্ষা স্থগিত করা হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন