প্রায় ৭ বছর আটকে আছে উচ্চ-প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। এই নিয়োগ জট যে কবে কাটবে তা এখনি বলা বেশ কঠিন। কারণ এই বিষয় এখন আদালতের বিচারাধীন।
এভাবে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় করোনা আবহের মধ্যে বাড়িতে বসেই একাধিক পদ্ধতিতে আন্দোলন শুরু করেছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
কখনও বাড়ি থেকে বসে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে প্রতিবাদ, আবার কখনও বিভিন্ন ব্লকে ব্লকে দেওয়াল লিখে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি, কখনও ফেসবুকে গণ লাইভ করে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন উচ্চ প্রাথমিকের প্রার্থীরা।
লকডাউন চলাকালীন এভাবেই আন্দোলন চালিয়ে গিয়েছেন উচ্চ প্রাথমিকের কয়েক হাজার চাকরিপ্রার্থী। এবার তাই বুধবার 'ভার্চুয়াল অনশন' শিক্ষক নিয়োগের দাবি নিয়ে চালিয়ে গেলেন উচ্চ প্রাথমিকের কয়েক হাজার চাকরিপ্রার্থী। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন যাতে দ্রুত উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলার শুনানি হয় তার জন্য আবারও কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছে বলেই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। যদিও এ বিষয়ে কমিশনের কোনও আধিকারিক মন্তব্য করতে চাননি।
এভাবে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় করোনা আবহের মধ্যে বাড়িতে বসেই একাধিক পদ্ধতিতে আন্দোলন শুরু করেছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন