রাজ্য সহ গোটা দেশে বেড়ে চলেছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। এই মারণ ভাইরাসের সংক্রমণ আটকাতে ব্যর্থ সরকার। রাজ্যের একাধিক জায়গায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ছে। তাই লকডাউন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউন। মূলত কনটেনমেন্ট জোনে এই লকডাউন জারি থাকবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে নিয়মের শিথিলতাও থাকবে।
তবে লোকাল ট্রেন ও মেট্রো চালু হবে না। নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহেই লকডাউন নিয়ে নির্দেশিকা জারি করবে রাজ্য সরকার। যদিও, লকডাউন জারি থাকলেও উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিনটে পরীক্ষা হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।
মঙ্গলবারের হিসেব অনুযায়ী, বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪,৭২৮ জন। মঙ্গলবার, রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৩১ জন। ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২১৮ জন। যা শতাংশের হিসেবে ৬২.৫৮ শতাংশ।
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৪৯টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে। আরও ৪টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে। বাংলায় ৭৭ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে। এর মধ্যে সরকারি ২৪ টি হাসপাতাল ও ৫৩ টি বেসরকারি হাসপাতাল রয়েছে।
Loading...
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৪৯টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে। আরও ৪টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে। বাংলায় ৭৭ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে। এর মধ্যে সরকারি ২৪ টি হাসপাতাল ও ৫৩ টি বেসরকারি হাসপাতাল রয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন