এদিন কালীঘাটের বাড়ির দফতর থেকেই ২১ জুলাইয়ের সভায় বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই তৃণমূল নেত্রী বলেন, 'ধর্মতলায় সভা করতে না পারার জন্য আমরা ব্যথিত।'
আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ জুলাই সভা থেকে নেতা-কর্মী-সমর্থকদের জন্য বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আর একইসঙ্গে ঘোষণা করেন, 'আমাদের সরকার থাকলে, সারা জীবন ফ্রি-তে রেশন পাবেন।'
করোনার আবহে বাংলাই যে প্রথম বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল, তা মনে করিয়ে দেন মমতা। আগামী বছরের জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে তাতে সংযোজন করে মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর তাঁরা ফিরলে আজীবন ফ্রি-তে রেশন পাবেন পশ্চিমবঙ্গবাসী।
বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিতে একুশের মঞ্চকেই ব্যবহার করলেন তৃণমূল সুপ্রিমো। করোনা আবহে এবার তৃণমূলের শহিদ স্মরণে ভার্চুয়ালি সভা হয়। সেই সভাতেই রাজ্যের বিরোধীদলগুলিকে একহাত নেন তৃণমূলসুপ্রিমো। বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তৃণমূলনেত্রী বলেন, 'একুশের ভোটে বদলা নিতে হবে।' চেনা আক্রমণাত্মক মেজাজেই বিরোধীদের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তুলোধনা করলেন গেরুয়া শিবিরকে। আসন্ন ভোটগুলিতে বিজেপির জামানত জব্দ হবে বলেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনার আবহে বাংলাই যে প্রথম বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল, তা মনে করিয়ে দেন মমতা। আগামী বছরের জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে তাতে সংযোজন করে মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর তাঁরা ফিরলে আজীবন ফ্রি-তে রেশন পাবেন পশ্চিমবঙ্গবাসী।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন