রাজ্য সহ গোটা দেশে বেড়ে চলেছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। এই সংক্রমণ রুখতে ব্যর্থ সরকার। দু-মাসের বেশি সময় লকডাউন চলার পরে আনলক পর্ব শুরু করেছিল সরকার। কিন্তু তার পরে দেখা গিয়েছে কিভাবে বেড়েছে এই মারণ ভাইরাসের সংক্রমণ।
করোনা সংক্রমণ রুখতে এবার থেকে প্রতি সপ্তাহে দু-দিন পশ্চিমবঙ্গে পুরো লকডাউন হবে বলে ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, এই দু-দিন অফিস, কাছারি কিচ্ছু খুলবে না। কোনও পরিবহণ চলবে না। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে কড়া লকডাউন হবে। আগামী সপ্তাহের একটি দিন হল বুধবার। অন্য একটি দিন কবে তা পরে ঘোষণা হবে।
প্রতিদিনই রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। কোনওভাবেই তাতে লাগাম পরানো যাচ্ছে না। যা দেখে বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিলেন, বাংলায় গোষ্ঠী সংক্রমণ হয়েছে। এদিন তা মেনে নিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কেরলে পর বাংলা, যারা গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে নিল। তবে তা নিয়েও ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। গত কালই প্রশাসনের তরফে বলা হয়েছিল, কনটেনমেন্ট জোন করে এলাকাভিত্তিক লকডাউন করা হবে। কিন্তু এর ২৪ ঘণ্টার মধ্যে সপ্তাহে দু-দিন করে গোটা রাজ্যে লকডাউনের কথা ঘোষণা করল সরকার। দুটি সম্পূর্ণ বিপরীতমুখী সিদ্ধান্ত বলেও অনেকে কটাক্ষ করেছে। আপাতত আগস্ট মাস অবধি এই নিয়ম চলবে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন