নিয়ম অনুসারে রাজ্য সরকারি কর্মীদের কয়েকটি নির্দিষ্ট রোগের ক্ষেত্রে বিশেষ ছুটি পাওয়ার সুযোগ আছে। এবার ওই তালিকায় করোনার নাম যোগ করার দাবি উঠেছে কর্মী মহল থেকে। গোটা রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আর সরকারি কর্মী ও আধিকারিকদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা খুব একটা কম নয়। তাঁদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন।
হাতে গোনা কয়েকটি সংক্রামক রোগের ক্ষেত্রে বিশেষ কোয়ারেন্টাইনে ছুটি পাওয়ার সুযোগ আছে সরকারি কর্মচারীদের। সরকারি কর্মীদের সার্ভিস রুলে বলা হয়েছে, স্মল পক্স, স্কারলেট ফিভার, টাইফাস ও সেরিব্রো স্পাইনাল মেনিনজাইটিস রোগের ক্ষেত্রে মেডিক্যাল সার্টিফিকেটের ভিত্তিতে ২১ দিনের কোয়ারেন্টাইন ছুটি পাওয়া যায়। কোনও কর্মী স্মল না চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন, তা পরিষ্কারভাবে নির্ধারণ করা যাচ্ছে না। সেক্ষেত্রে মেডিক্যাল সার্টিফিকেটে এটা উল্লেখ থাকলেও বিশেষ ছুটি পাওয়া যাবে বলে সার্ভিস রুলে বলা হয়েছে।
রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই রোগের তালিকায় করোনাকে যুক্ত করলে ছুটি নিয়ে জটিলতা থাকবে না। তাঁরা এব্যাপারে সরকারের কাছে চিঠি দিচ্ছেন। গত ৮ জুন থেকে সরকারি অফিসে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানোর নির্দেশ জারি হয়। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা হবে বলে ঘোষণা করেন। এর ফলে নতুন করে রোস্টার তৈরি করতে হবে অফিসগুলিতে। তা হলেও ট্রেন না চলার কারণে বিভিন্ন অফিসে কিছু কর্মী একেবারেই আসছেন না বা কম আসছেন। এই অনুপস্থিত কর্মীদের ছুটির বিষয়ে কোনও নির্দেশ জারি হয়নি। তাই কোথাও কোথাও অনুপস্থিত কর্মীদের ছুটির আবেদন করতে বলায় জটিলতা তৈরি হচ্ছে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন