করোনা সংক্রমণের নয়া রেকর্ড রবিবারও। দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৩৮ হাজার গণ্ডি পার করল প্রথমবার। শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯০২ জন। সারা দেশে করোনা সংক্রমিতের মোট সংখ্যা ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮।
গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৩৪,৮৮৪ জন। আর সেখান থেকে রবিবার এক লাফে অনেকটা বেড়েছে। তবে মৃতের সংখ্যা শনিবার অনেকটা বেশি ছিল ৬৭১।
দেশের স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, সারা দেশে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩,৭৩,৩৭৯ । করোনা অতিমারীর জেরে এখনও অবধি মোট ২৬,৮১৬ জনের মৃত্যু হয়েছে। ৬,৭৭,৪২২ মানুষ এখনও অবধি করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন। দেশে রিকভারি রেট এই মুহূর্তে ৬৫.২৪ শতাংশ । করোনা ভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব দেখা গেছে মহারাষ্ট্রে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন