ছুটির দিনেও করোনা সংক্রমণের নয়া রেকর্ড। দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৩৮ হাজার গণ্ডি পার করল প্রথমবার। শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯০২ জন। সারা দেশে করোনা সংক্রমিতের মোট সংখ্যা ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮। গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৩৪,৮৮৪ জন। আর সেখান থেকে রবিবার এক লাফে অনেকটা বেড়েছে। তবে মৃতের সংখ্যা শনিবার অনেকটা বেশি ছিল ৬৭১।
দেশের স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, সারা দেশে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩,৭৩,৩৭৯ । করোনা অতিমারীর জেরে এখনও অবধি মোট ২৬,৮১৬ জনের মৃত্যু হয়েছে। ৬,৭৭,৪২২ মানুষ এখনও অবধি করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন। দেশে রিকভারি রেট এই মুহূর্তে ৬৫.২৪ শতাংশ । করোনা ভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব দেখা গেছে মহারাষ্ট্রে।
এই সংক্রমণের ব্যাপক প্রভাব লক্ষ করা গিয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। এখানেও আক্রান্তের সঙ্গে সঙ্গে সমানে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আর এই পরিস্থিতিতে সরকারি অফিসের উপস্থিতির হার কমানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্রমণ বাড়ার ফলে অনেক সরকারি অফিস বন্ধ রাখতে বাধ্য হচ্ছে সরকার।
আর এমন সময় সরকারি কাজের গতি যাতে না থমকে যায় সেই কারণে বড় পদক্ষেপ নিল সরকার। এবার থেকে সরকারি কর্মচারীদের বেতন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিল অনলাইনে পাঠানোর নির্দেশ দিল অর্থ দফতর। করোনা আবহে যাতে বিল পেশ করতে সমস্যা না হয়, সেই কারণে এই অনলাইনের ব্যবস্থা বলে জানা গিয়েছে।
Loading...
আর এমন সময় সরকারি কাজের গতি যাতে না থমকে যায় সেই কারণে বড় পদক্ষেপ নিল সরকার। এবার থেকে সরকারি কর্মচারীদের বেতন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিল অনলাইনে পাঠানোর নির্দেশ দিল অর্থ দফতর। করোনা আবহে যাতে বিল পেশ করতে সমস্যা না হয়, সেই কারণে এই অনলাইনের ব্যবস্থা বলে জানা গিয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন